আজ থেকে ডিএসইতে প্রি-ওপেনিং সেশন শুরু

প্রচ্ছদ » Uncategorized » আজ থেকে ডিএসইতে প্রি-ওপেনিং সেশন শুরু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবার প্রি-ওপেনিং, ওপেনিং, ক্লোজিং এবং পোস্ট-ক্লোজিং সেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে সেশনটি ডিএসইতে শুরু হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ থেকে ডিএসইর প্রি-ওপেনিং ও ওপেনিং সেশন শুরু হয়েছে সকাল ৯:৪৫ মিনিট থেকে সকাল ১০টায়। এ সেশনে বিনিয়োগকারীরা শুধু শেয়ার ক্রয় বা বিক্রয় আদেশ দিতে পারবেন। এই সেশনে একটি আইডিয়াল ওপেনিং প্রাইস নির্ধারণ করা হবে। সর্বোচ্চ সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা যেই প্রাইসে থাকবে সেটাই হবে ওপেনিং প্রাইস। নিয়মিত সময়ে যেয়ে এই ওপেনিং প্রাইসে লেনদেনটি সম্পন্ন হবে। পরবর্তীতে স্বাভাবিক নিয়মে নিয়মিত সেশনটি চালু থাকবে।

এদিকে, দুপুর সাড়ে ১২টায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর শুরু হবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। অর্থাৎ দুপুর ১২.৩০টা থেকে ১.৪৫টা পর্যন্ত ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সময় ধরা হবে। এ সময়ে বিনিয়োগকারীরা নতুন করে কোনো শেয়ার দর প্রস্তাব করতে পারবেন না। শুধু ক্লোজিং প্রাইসে শেয়ার ক্রয় বা বিক্রয়ের সুযোগ পাবেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *