ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০