কারা সপ্তাহ-২০১৮ শুরু : চলবে ২৬ মার্চ পর্যন্ত

প্রচ্ছদ » Uncategorized » কারা সপ্তাহ-২০১৮ শুরু : চলবে ২৬ মার্চ পর্যন্ত

karagarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কারা সপ্তাহ-২০১৮ শুরু আজ (২০ মার্চ, মঙ্গলবার)। ‘সংশোধন ও প্রশিক্ষণ, বন্দির হবে পুনর্বাসন’ প্রতিপাদ্য নিয়ে দেশের ৬৮টি কারাগারে এ কারা সপ্তাহ চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। কারা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

কারাসূত্র জানিয়েছে, কারা সপ্তাহ উপলক্ষে দেশের সব কারাগারে সপ্তাহব্যাপী তথ্য ও সেবা কেন্দ্র পরিচালনা, বন্দিদের উৎপাদিত পণ্য নিয়ে কারামেলা, কারারক্ষী ও বন্দিদের বিশেষ দরবার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, কারা কর্মচারী ও বন্দিদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারারক্ষীদের বিশেষ প্যারেডের আয়োজন করা হয়েছে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, কারাগারের সেবার মানবৃদ্ধিসহ বাংলাদেশের জেলের উন্নয়নের ধারাবাহিক গতিশীলতার জন্য কারা সপ্তাহের আয়োজন করা হয়েছে। নতুনভাবে কারা আইন ও কারাবিধি প্রণয়নের কার্যক্রম এ বছরের মধ্যেই শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *