কুমিল্লায় চূড়ান্ত প্রার্থী ৮৫ জন

প্রচ্ছদ » Uncategorized » কুমিল্লায় চূড়ান্ত প্রার্থী ৮৫ জন

comillaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যাচাই বাছাই এবং প্রত্যাহারের মধ্য দিয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে রইলেন ৮৫ জন প্রার্থী। জেলার ১১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৩৪ জন। এদের মধ্যে যাচাই-বাছাইয়ে বাতিল হন ৩৬ জন, আপিলে বৈধ হন ৭ জন। দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ায় রোববার বিএনপির মনোনয়ন প্রাপ্ত ১৩ জন ও অন্যান্য দলের আরও ৭ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ৪টি আসন জাপার জন্য ছেড়ে দেয়া হয়েছিল। পাস করেছিল দুটিতে। কিন্তু এ বছর জাপার জন্য কোনো আসন ছাড় দেয়নি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।

জেলার ১১টি আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। লবিং চালিয়েও কোনো আসন না পেয়ে হতাশ জাপা (এরশাদ)। তবে ৮টি আসনে প্রার্থীকে মনোনয়ন দিয়ে মাঠে রেখেছে তারা। তাই ভোটের মাঠে সঙ্গত কারণেই এবার প্রচারণায় থাকছে জোটের শরিক দল নৌকা ও লাঙ্গল। তবে জেলার কোনো আসনেই আওয়ামী লীগ ও বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।

বিএনপি ১১টি আসনের মধ্যে ৮টিতে একক দলীয় প্রার্থী দিয়েছে। তিনটি আসনে (কুমিল্লা-৭-চান্দিনা) ২০ দলীয় জোটের এলডিপি প্রার্থী, (কুমিল্লা-৪-দেবিদ্বার) ঐক্যফ্রন্টের জেএসডি প্রার্থী ও (কুমিল্লা-১১-চৌদ্দগ্রাম) ২০ দলীয় জোটের জামায়াতকে ধানের শীষ প্রতীক দেয়া হয়েছে।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে প্রার্থী রয়েছেন:
মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (আওয়ামী লীগ), ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি), আবু জায়েদ আল-মাহমুদ (জাতীয় পার্টি), মোহসিন উদ্দিন বেলালী (বাংলাদেশ খেলাফত মজলিশ), মো. আলতাফ হোসাইন (ইসলামী ঐক্যজোট), মাওলানা সুলতান মহিউদ্দিন (বাংলাদেশ খেলাফত আন্দোলন), বশির আহমেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মো. আল-আমিন ভূইয়া (স্বতন্ত্র)।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে সেলিমা আহমাদ (আওয়ামী লীগ), ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি), মো. আমির হোসেন (জাতীয় পার্টি), মোহাম্মদ আশরাফুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আ. লতিফ স্বপন (জাকের পার্টি), মো. নুরে আলম ভূঁইয়া (বাংলাদেশ মুসলিম লীগ), মো. জাকির হোসেন (বাংলাদেশ তরিকত ফেডারেশন) ও মো. গোলাম মুস্তফা (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন (আওয়ামী লীগ), কেএম মজিবুল হক (বিএনপি), মো. হেলাল উদ্দিন (বাংলাদেশ জাতীয় পার্টি), মো. কামাল উদ্দিন ভূইয়া (পিডিপি), কাজী নজরুল ইসলাম (জাকের পার্টি), নাজমা আক্তার (জাতীয় পার্টি), আলমগীর হোসেন (জাতীয় পার্টি), আহমদ আবদুল কাইয়ূম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কাজী জাহাঙ্গীর আমীন (জাতীয় পার্টি-জেপি), জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, কাজী মোস্তাকিম আহমেদ, আবদুল্লাহ নজরুল ও হেলাল উদ্দিন (স্বতন্ত্র), আকবর আমিন বাবুল (গণফোরাম)।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজী মোহাম্মদ ফখরুল (আওয়ামী লীগ), আবদুল মালেক রতন (জেএসডি-ঐক্যফ্রন্ট), মো. ইকবাল হোসেন রাজু (জাতীয় পার্টি), ডা. মো. মহসিন আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. বিন ইয়ামিন সরকার (ইসলামী ঐক্যজোট) ও আবদুল হালিম (জাকের পার্টি)।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে অ্যাড. আবদুল মতিন খসরু (আওয়ামী লীগ), অধ্যক্ষ মো. ইউনুস (বিএনপি), মোহাম্মদ তাজুল ইসলাম (জাতীয় পার্টি), মো. নুরুল আলম ভূঁইয়া (জাকের পার্টি), মাওলানা মো. রাশেদুল ইসলাম রহমতপুরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), আবদুল্লাহ আল ক্বাফী রতন (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), শাহ আলম (ইসলামী ঐক্যজোট)।

কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সিটি করপোরেশন এলাকা)
হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার (আওয়ামী লীগ), মোহাম্মদ আমিন-উর রশিদ ইয়াছিন (বিএনপি), আবুল হোসেন মজুমদার (জাকের পার্টি) ও মো. তৈয়্যব (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে অধ্যাপক মো. আলী আশরাফ (আওয়ামী লীগ), ড. রেদোয়ান আহমেদ (এলডিপি-২০ দলীয় জোট), মো. শাহজাহান সিরাজ (বাংলাদেশ জাতীয় পার্টি), অধ্যাপক মো. আবু তাহের (জেএসডি), মো. নোমান মাযহারী (খেলাফত মজলিশ) ও মো. আবুল কালাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লুৎফুর রেজা খোকন (জাতীয় পার্টি) ও সুলতান মঈন আহমেদ (কল্যাণ পার্টি)।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নাছিমুল আলম চৌধুরী নজরুল (আওয়ামী লীগ), নুরুল ইসলাম মিলন (জাতীয় পার্টি), জাকারিয়া তাহের সুমন (বিএনপি), আবুল ফারাহ মো. আবদুল আজিজ (বাংলাদেশ খেলাফত আন্দোলন), খোন্দকার জিল্লুর রহমান (বাংলাদেশ মুসলিম লীগ), শরীফুল ইসলাম (জাকের পার্টি), মো. আহসান উল্লাহ (বাংলাদেশ ওয়ার্কাস পার্টি), মো. দুলাল মিয়া (গণফ্রন্ট) ও মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মো. তাজুল ইসলাম (আওয়ামী লীগ), এম. আনোয়ার-উল আজিম (বিএনপি), সেলিম মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবদুল আউয়াল (বাংলাদেশ মুসলিম লীগ), মো. আবু বকর সিদ্দিক (ইসলামী ঐক্যফ্রন্ট), অ্যাডভোকেট টিপু সুলতান (জাকের পার্টি) ও এটিএম আলমগীর (জাতীয় পার্টি)।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (আওয়ামী লীগ), মো. মনিরুল হক চৌধুরী (বিএনপি), এম অহিদুর রহমান (ন্যাশনালস পিপলস পার্টি-এনপিপি), একেএম আবদুস সালাম মজুমদার (জাকের পার্টি), মো. জামাল উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও মো. লুৎফুর রহমান (স্বতন্ত্র)।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক (আওয়ামী লীগ), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (জামায়াত), মাওলানা শামছুল হক জিহাদী (বিকল্পধারা), তাজুল ইসলাম বাবুল (জাকের পার্টি) ও কামাল উদ্দিন ভূঁইয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০