ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সুনামগঞ্জের বন্যাকবলিত হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার সুনামগঞ্জ সফর করবেন তিনি।

আজ বুধবার বেলা তিনটায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।

ডিসি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৭টায় ডিসির সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সব স্তরের কর্মকর্তা, পুলিশ, রাজনীতিবিদদের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি

এর আগে ১৭ এপ্রিল সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উল্লেখ, হাওর অঞ্চলে মে মাসের দিকে উজানের ঢলে বন্যা হলেও এবার পানি এসেছে প্রায় তিন সপ্তাহ আগে। আগাম এ বন্যা হওয়ায় হাওরের ধানের প্রায় সব ধ্বংস হয়ে গেছে। ধান পাকার আগেই তলিয়ে গেছে ফসল। বিশেষ করে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণার হাওর অধ্যুষিত হাজার হাজার হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, ও সিলেট জেলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *