গার্ডার পড়ে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

প্রচ্ছদ » Uncategorized » গার্ডার পড়ে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত স্বপনকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে আদালত। ওই ঘটনায় আহত অপর দুইজনকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেনো দেওয়া হবে না তাও জানাতে নির্দেশ দিয়েছে আদালত।

আজ বুধবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরি ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করে।

রুলে আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব , দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তমা কন্সট্রাকশনের কর্মকর্তা ও রমনা থানার ওসিকে জবাব দিতে বলা হয়েছে ।

উল্লেখ্য, গত ১৩ ই মাচ রোববার, রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ক্রেন তোলার সময় ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্মাণ শ্রমিক সূত্রে জানা গেছে, রাতে নিচ থেকে ক্রেন দিয়ে ফ্লাইওভারে একটি গার্ডার উঠানোর সময় সেটি ছিটকে যায়। ওই ঘটনাতেই স্বপন নামের এক ব্যক্তি নিহত হন। এবং আরও ২ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *