গেইনারের শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » গেইনারের শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর ৪০ পয়সা বা ২ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪ বারে ৮ হাজার ৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দেড় লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৭৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ১ হাজার ৭০৬ বারে কোম্পানির ৩৬ লাখ ৫৯ হাজার ৬১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৫৩ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৯২০ বারে ২০ লাখ ৬৯ হাজার ৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরএন স্পিনিং, সামিট পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং সিটি ব্যাংক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০