ডিএসইতে গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড। শেয়ারটির দর ২২ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৩১০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৬২ বারে ৮৫ হাজার ৫৩৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ২ কোটি ৬০ লাখ ১৫ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন কেবলস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা বা ৪ দশমিক ৩৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৪৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এছাড়া এদিন কোম্পানিটি ৬৩৯ বারে ৮৩ হাজার ২৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৬৮ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৪ হাজার ৭৯৪ বারে ৫৭ লাখ ২২ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেফোডিল কম্পউটার্স, প্যারামাউন্ট টেক্সটাইল, অগ্নি সিস্টেমস, কর্ণফুলি ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট এগ্রো এবং ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *