ডিএসই’র পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ শেষ: চলছে গণনা

প্রচ্ছদ » Uncategorized » ডিএসই’র পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ শেষ: চলছে গণনা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : উৎসব মুখর পরিবেশে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার হোল্ডার পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, ভোট গণনা চলছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় ডিএসই ভবনের নিচ তলায় শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

নির্বাচনে দুই পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চার প্রার্থী। নির্বাচনে জয়ের প্রত্যাশায় ব্যস্ত সময় পার করেছেন তারা। এদের মধ্যে দু’জন প্রবীণ ও দু’জন তরুণ প্রতিযোগী রয়েছেন।

এরা হলেন- স্যার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ আতাউর রহমান, রেপিড সিকিউরিটিজের এমডি মো. হানিফ ভূঁইয়া, ধানমণ্ডি সিকিউরিটিজের এমডি মো. মিজানুর রহমান খান ও কান্ট্রি স্টকের এমডি খাজা আসিফ আহমেদ। নির্বাচিতরা বর্তমান শেয়ার হোল্ডার পরিচালক খাজা গোলাম রসুল ও মোহাম্মদ শাহজাহানের জায়গায় দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুস সামাদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করছেন।

বাকি সদস্যরা হলেন- সিকিউরিটিজ লিমিটেডের এমডি হারুন-উর-রশিদ ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের এমডি এম মনজুর উদ্দিন আহমেদ।

ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০