দর বাড়ার শীর্ষে ইনডেক্স অ্যাগ্রো

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ইনডেক্স অ্যাগ্রো

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ১০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১২২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৫৯৮ বারে ১ লাখ ৮৭ হাজার ২৮২টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৪ টাকা ৯০ পয়সা বা ৯.৮০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, সোনালী পেপার, কাট্টালি টেক্সটাইল ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১ লা ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *