দর বাড়ার শীর্ষে শাইনপুকুর সিরামিকস

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে শাইনপুকুর সিরামিকস

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা দরে লেনদেন হয়।

আজ বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৯৬৫ বারে ৯৯ লাখ ৪৯ হাজার ৭৭৭টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.১৪ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্যালভো কেমিক্যাল, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, জেএমআই হসপিটাল,সানলাইফ ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট,লাভেলো আইসক্রিম ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১২ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *