বিশ্ব ধরিত্রী দিবস আজ

প্রচ্ছদ » Uncategorized » বিশ্ব ধরিত্রী দিবস আজ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আজ বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য। প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘রিস্টোর আওয়ার আর্থ’।

পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট ও পরিবেশ দূষণ রোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারাবিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।

১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত। ১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন।

জলবায়ু পরিবর্তন নিয়ে সারাবিশ্বে আন্দোলন ও আলোচনা চলছে সাম্প্রতিক দশকগুলোতে। অনেক দেশ এ ব্যাপারে অনেক কার্যকর উদ্যোগ নিয়েছে। পৃথিবীকে বাস-উপযোগী রাখতে সবার যথাযথ ভূমিকা রাখাই এ দিবসের অন্যতম লক্ষ্য।

দিবসটি উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ৩টায় অনলাইনে ‘করোনা বাস্তবতায় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা রক্ষা ও পুনরুদ্ধার চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এবার পরিবেশ রক্ষায় ধরিত্রী দিবসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু শীর্ষক সম্মেলনের আয়োজন করেছেন। সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। ভার্চুয়ালি অনুষ্ঠেয় এ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করবেন।

এদিকে ধরিত্রী দিবস উপলক্ষে গুগলে ডুডল প্রকাশ করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০