ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ১০৭ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » আজকের সংবাদ » ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ১০৭ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ২২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৭ কোটি ৬৪ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লাফার্জহোলসিম বাংলাদেশ ১৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজের ১১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, জেনেক্স ইনফোসিস,জিএসপি ফিন্যান্স,জনতা ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম,ম্যাকসন্স স্পিনিং, মীর আখতার হোসেন, নাহি অ্যালুমিনিয়াম, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পেনিনসুলা, পাওয়ার গ্রীড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, শেপার্ড ইন্ডাসিস্ট্রজ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী পেপার লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৯ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *