ব্লক মার্কেটে ৪০ কোম্পানির ১৭৪ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ৪০ কোম্পানির ১৭৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭৪ কোটি ১১ লাখ টাকা।

আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এনভয় টেক্সটাইল লিমিটেডের ৪৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

শাহজিবাজার পাওয়ার ১০ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, অ্যাক্টিভ ফাইন, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ইস্টার্ন হাউজিং, এনভয় টেক্সটাইল, ফার কেমিক্যাল, ফরচুন সুজ,জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, ইফাদ অটোস, ইসলামিক ফিন্যান্স, লাভেলো, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, নর্দার্ন ইন্স্যুরন্স, ন্যাশনাল পলিমার,ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল, আরডি ফুড, রবি, আরএসআরএম স্টিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, এসএস স্টিল ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশ কোম্পানি লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২২ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *