রাইট শেয়ার ছাড়বে জাহিন স্পিনিং

প্রচ্ছদ » জাতীয় » রাইট শেয়ার ছাড়বে জাহিন স্পিনিং

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড পর্ষদ রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে । কোম্পনিটি কোনো প্রকার প্রিমিয়াম ছাড়া ১০ টাকা ইস্যুমূল্যে ১আর:১ হারে এ রাইট ছাড়বে।

আজ শনিবার কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, ৮ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার শেয়ার ছেড়ে বাজার থেকে ৮৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা তুলতে ১০ টাকা ইস্যুমূল্যে ১আর:১ হারে রাইট ছাড়বে কো্ম্পানিটি। অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।

ঘোষিত রাইট শেয়ার বিনিয়োগকারীদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর কার্যকর হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী ১৭ জুন সকাল ৯টায় সুগন্ধা কমিউনিটি সেন্টার প্লট# ৭৫/এ, রোড# ৫/এ, সাদ মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকায় কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *