শেয়ারবাজার থেকে হাজার কোটি টাকা উধাও!

প্রচ্ছদ » Uncategorized » শেয়ারবাজার থেকে হাজার কোটি টাকা উধাও!

shearbazarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আরো একটি সপ্তাহ পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন।এই নিয়ে টানা পাঁচ সপ্তাহ পতনে পাড় করল দেশের শেয়ারবাজার। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২২ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০ হাজার কোটি টাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ২৩ হাজার কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯৬ এবং সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ হাজার ৪৩৫ পয়েন্ট হারিয়েছে।

জানা গেছে, এই পাঁচ সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯৬ পয়েন্ট কমে ৩১ মে ৫৩৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গত ২৬ এপ্রিল ডিএসইএক্স ৫৭৩৯ পয়েন্টে অবস্থান করছিল।গড়ে প্রতি কার্যদিবসে ডিএসইএক্স কমেছে ১৮ পয়েন্ট।

এ সময়ে ডিএসইর বাজার মূলধন ২০ হাজার ৬৬৯ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা বা ৫.১৫ শতাংশ কমে ৩১ মে ৩ লাখ ৭৯ হাজার ৯৫৯ কোটি ৫৬ লাখ ২ হাজার টাকায় দাঁড়িয়েছে। গত ২৬ এপ্রিল ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৬২৮ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকায়।গড়ে প্রতি কার্যদিবসে বাজার মূলধন কমেছে ৯৩৯ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৭২৭ টাকা।

এই এক মাস বা ২২ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ হাজার ৪৩৫ পয়েন্ট কমে ৩১ মে ১৬ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। গত ২৬ এ্রপ্রিল সিএএসপিআই ১৭ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছিল। গড়ে প্রতি কার্যদিবসে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমেছে।

আর এই এক মাস বা ২২ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ২৩ হাজার ১৩৩ কোটি ৪২ লাখ ২ হাজার ৪৩০ টাকা বা ৬.৯০ শতাংশ কমেছে ৩ লাখ ১২ হাজার ৯৭ কোটি ১৭ লাখ ৯৭ হাজার ৫৭০ টাকায় দাঁড়িয়েছে। গত ২৬ এপ্রিল সিএসইর বাজার মূলধন ৩ লাখ ৩৫ হাজার ২৩০ কোটি ৬০ লাখ টাকায় অবস্থান করছিল।গড়ে প্রতি কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ১ হাজার ৫১ কোটি টাকা কমেছে।

এদিকে বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৬৫ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৪৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯২ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২১২ টাকা বা ৩.৯৩ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৫৭ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ২৬১ টাকার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১০৬ কোটি ২০ লাখ ৯ হাজার ১০১ টাকার। যা আগের সপ্তাহ থেকে ২ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৮৬৭ টাকা বা ২.৩৭ শতাংশ কম। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ১০৮ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৯৬৮ টাকার।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫.৮১ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩৯.৮৮ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ এবং শরিয়াহ সূচক ২১.৩৯ পয়েন্ট বা ১.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৯৭৫ ও ১২৩৮ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৮ পয়েন্ট বা ১.৪২ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ২২ পয়েন্ট ১.৭১ শতাংশ, সিএসই-৩০ সূচক ২০১ পয়েন্ট বা ১.৩২ শতাংশ, সিএসসিএক্স ১৪৪ পয়েন্ট বা ১.৪১ শতাংশ এবং সিএসআই ১৮ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩২, ১৪৯৪০, ৯৯৭৬ ও ১১০৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ২১৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৬টির। অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯২টির, শেয়ার দর কমেছে ১৭৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

সূত্র: শেয়ারবার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *