সিএসইতে চালু হচ্ছে এসএমই ইনডেক্স

প্রচ্ছদ » Uncategorized » সিএসইতে চালু হচ্ছে এসএমই ইনডেক্স

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : চিটাগং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) এর ইনডেক্স বোর্ডে “সিএসই এসএমই ইনডেক্স” নামে একটি নতুন ইনডেক্স যুক্ত হতে যাচ্ছে । এটি আগামী ৩ অক্টোবর থেকে কার্যকর হবে। এই নতুন ইনডেক্সটি মূলত: সিএসই এর স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্ম এর জন্য প্রযোজ্য। এটি এসএমই প্ল্যাটফর্ম -এর নতুন ০৫ ‍টি কোম্পানীসমূহের প্রথম ট্রেডিং প্রাইস (৩০ সেপ্টেম্বর, ২০২১) এবং বিদ্যমান ১ টি কোম্পানির প্রাইস নিয়ে আগামী ৩ অক্টোবর সিএসই এর ওয়েভসাইটে দৃশ্যমান হবে। এখানে উল্লেখ্য যে, ইতিমধ্যে সিএসই গত ১০ জুন ২০২১-এ নিয়ালকো এলয়স লিমিটেড এর ট্রেডিং-এর মাধ্যমে তার এসএমই বোর্ড এর উদ্বোধন করেন। এই “সিএসই এসএমই ইনডেক্স” ইনডেক্সটি হবে একটি ফ্রি-ফ্লোট ইনডেক্স। প্রথম দিনের “সিএসই এসএমই ইনডেক্স” এর বেজড হবে ১০০০।

এই ইনডেক্সটির সংক্ষিপ্ত নাম হবে “CSESMEX “। ইনডেক্সটি কার্যকরী হওয়ার পর এতে অন্যান্য ইনডেক্স এর মতো নিয়মিতভাবে নতুন ইস্যুগুলো যুক্ত হতে থাকবে। ইনডেক্সটি মনিটরিং এর জন্য একটি অ্যাডভাইজরি কমিটি আছে এবং প্রতি ছয় মাস ব্যবধানে কমিটি এই ইনডেক্স এর পরিবর্তন ঘোষণা করবেন। সেক্ষেত্রে কমিটি ইনডেক্স এর ক্রাইটেরিয়া, পারফরমেন্স এবং ক্যালকুলেশন পদ্ধতির উপর ভিত্তি করে নতুন ইনডেক্স প্রকাশ করবেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *