সৌদি পৌঁছেছেন ২৫৯৮১ হজযাত্রী

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » সৌদি পৌঁছেছেন ২৫৯৮১ হজযাত্রী

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পবিত্র হজ পালন করতে সোমবার পর্যন্ত তিন এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২৫ হাজার ৯৮১ জন বাংলাদেশি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৫ হাজার ৯৮১ জন রয়েছেন।

৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদিয়ার ২৭টি এবং ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে।

বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় যাওয়া পঞ্চম ফ্লাইটের সব হজযাত্রী মদিনার পর্ব শেষে সোমবার মক্কায় পৌঁছেছেন। সৌদি আরবে এখন পর্যন্ত চারজন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। তাদের সবাই মক্কায় মারা গেছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *