২০ বছর পর নেপালে স্থানীয় নির্বাচন

প্রচ্ছদ » জাতীয় » ২০ বছর পর নেপালে স্থানীয় নির্বাচন

পুঁজিবাজার রিপোর্ট আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ দুই দশক পর এই প্রথম স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছেন নেপালিরা।

গণতন্ত্রে উত্তরণের এই মাহেদ্রক্ষণে ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়ে তাদের পৌরসভা ও গ্রাম পরিষদের প্রতিনিধি নির্বাচিত করতে ভোট দিচ্ছেন।

রোববার নেপালের তিন প্রদেশে স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৭টায়। মেয়র, ডেপুটি মেয়র, ওয়ার্ড চেয়ারম্যান ও মেম্বরদের মোট ২৮৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৫০ হাজার প্রার্থী।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর পৌরনির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন ৮৭৮ জন। যে কারণে এখানকার ব্যালট পেপার লম্বায় প্রায় ১ মিটার হয়ে গেছে। সব প্রার্থীর প্রতীক দিয়ে ব্যালট পেপার বানাতে গিয়ে এ দশা হয়েছে।

দুই দফায় ভাগ করে স্থানীয় নির্বাচন হচ্ছে। দক্ষিণে সমতল অঞ্চলে ভারতীয় সীমান্ত এলাকায় রাজনৈতিক উত্তাপ থাকায় সেখানে পৃথক দিনে ভোট গ্রহণ হবে। এ অঞ্চলে মাদেশি সংখ্যালঘুরা নতুন প্রবর্তিত সংবিধানে তাদের দাবি অনুযায়ী পরিবর্তনের জন্য লড়াই করছে। সাংবিধানিক পরিবর্তন ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

নির্বাচনী সহিংসতার আশঙ্কায় দুই দফার নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ হবে ১৪ জুন। ওই দিন চার প্রদেশে একযোগে ভোট হবে।

১৯৯৭ সালে সবশেষ স্থানীয় নির্বাচন হয় নেপালে। তাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয় ২০০২ সালে। গৃহযুদ্ধের কারণে আর নির্বাচন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০