বন্ড ইস্যু করবে ডাচ-বাংলা ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » বন্ড ইস্যু করবে ডাচ-বাংলা ব্যাংক

Dutch Bangla Bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক বন্ড ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যাংকটি ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ কোম্পানির ২২২তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র মতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। ডাচ-বাংলা ব্যাংক টায়ার-২ ব্যাংক কাঠামোর শর্তপূরণে ব্যাসেল-৩ অধীনে বন্ড ইস্যু করবে। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টাবল, সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর কোম্পানিটি বন্ড ইস্যু করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *