বৃহস্পতিবার স্থানীয় সরকারের শত জায়গায় নির্বাচন

প্রচ্ছদ » Uncategorized » বৃহস্পতিবার স্থানীয় সরকারের শত জায়গায় নির্বাচন

ec-mdনিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের ১০০ জায়গায় আগামী ২৯ মার্চ (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ (মঙ্গলবার) মধ্যরাতে। নির্বাচন সুষ্ঠু করতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে।

এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল গত ১ মার্চ। আর মনোনয়নপত্র বাছাই ৩ ও ৪ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার শেষ দিন ছিল ১২ মার্চ। এরপর প্রতীক বরাদ্দ দেয়া হয় আগামী ১৩ মার্চ।

জানা গেছে, এ দিন ৩৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৫৩টি ইউপিতে উপ-নির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন, দুটি উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০